Main Menu

তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ধ্বংসস্তুপে আটকা বহু মানুষ

নিউজ ডেস্ক:
তুরস্কে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠের ২৪ দশমিক ৭৫ কিলোমিটার গভীরে ছিল। প্রথম কম্পনের প্রায় ১১ মিনিট পর আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ৯.৯ কিলোমিটার গভীরতার ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, আঙ্কারা ও আন্টালিয়াসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর কিছু ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। এসব ভবনে বেশ কিছু মানুষ আটকা পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা না গেলেও শহরের একটি শপিং মল ধসে পড়েছে।

আল আরাবিয়া টিভি চ্যানেল জানিয়েছে, ইরাক ও লেবাননের কিছু অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *