একুশে বইমেলায় কুয়েত প্রবাসী কবিদের কাব্যগ্রন্থ
নিউজ ডেস্ক:
সাহিত্য প্রেমী ও বই প্রেমীদের সবচেয়ে বড় আয়োজন হলো একুশে বইমেলা। প্রতিবারের মতো এবারের বইমেলায়ও পাওয়া যাচ্ছে কুয়েত প্রবাসী কবিদের একাধিক কাব্যগ্রন্থ।
দেশে থেকে হাজার মাইল দূরে কর্মব্যস্ত জীবনের মধ্যেও সাহিত্য চর্চায় সময় দেন কিছু প্রবাসী। তারই প্রতিফলন হিসেবে এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে কুয়েত প্রবাসী কবিদের লেখা কাব্যগ্রন্থ মরুর মরিয়ম ও উদিত সূর্য।
পারস্য উপসাগরীয় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত সম্পর্কে আবেগ অনুভূতি কাব্যের মাধ্যমে তুলে ধরেছেন কুয়েত প্রবাসী সাত কবি। তারা হলেন- রফিকুল ইসলাম ভুলু, সৈয়দ মুহাম্মদ মোজাহেদ, অতুল আই গমেজ, মো. আব্দুল হাই ভূইয়া, শাহজালাল আহমদ সেলিম, জামিল হোসেন, ফরিদুজ্জামান খোকন।
তৃণলতা প্রকাশনী হতে প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ মরুর মরিয়ম বইটি বইমেলার স্টল নং ৩৫৪ এবং ৩৫৫ তে পাওয়া যাচ্ছে।
চট্টগ্রামের মিরসরাইয়ের কুয়েত প্রবাসী কবি রাশেদ চৌধুরীর একক কাব্যগ্রন্থ উদিত সূর্য মৌমাছি প্রকাশনী হতে প্রকাশিত হয়েছে। বইমেলায় ০৮ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এখানে সমাজ, প্রকৃতি ও বাস্তবকেন্দ্রিক ৪৮টি কাব্য রয়েছে।
রফিকুল ইসলাম ভুলু বলেন, প্রবাসে কাজ শেষে বেশিরভাগ প্রবাসী ঘুমে অথবা আড্ডা দিয়ে কাটায়। আমরা যারা সাহিত্য প্রেমী রয়েছি তারা সাহিত্য চর্চার মাধ্যমে অবসর সময় কাটাই। বাংলাদেশ সাহিত্য অঙ্গনসহ একাধিক সাহিত্য সংগঠন রয়েছে। এখানে আমরা পহেলা বৈশাখ বিভিন্ন দিবস ও সাহিত্য উৎসবের আয়োজন করে থাকি। যার মাধ্যমে প্রবাসে বেড়ে উঠা তরুণ প্রজন্মরা দেশের সাহিত্য সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। প্রতি বছরই কুয়েত প্রবাসী কবিদের একক অথবা যৌথ বই আসে।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More