Main Menu

হবিগঞ্জে ‘নিপাহ ভাইরাস’ নিয়ে বাড়তি সতর্কতা জারি

নিউজ ডেস্ক:
হবিগঞ্জে মিলল নিপাহ ভাইরাসের অস্তিত্ব। এ খবরের পর পরই জরুরি স্বাস্থ্যবার্তা প্রচার করেছে জেলাটির স্বাস্থ্য বিভাগ। এর আগে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হবিগঞ্জসহ দেশের ২৮টি জেলায় এ বিষয়ে সতর্ক বার্তা জারি করা হয়।

শনিবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুই সপ্তাহ আগে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হবিগঞ্জ জেলার বাসিন্দা একজনের শরীরে নিপাহ ভাইরাসের অস্তিত্ব পাওয়ার খবর আসে। তবে ওই ব্যক্তি কোথায় বসবাস করেন তা জানানো হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সতর্কতা জারির পর নিপাহ রোগবিষয়ক জরুরি স্বাস্থ্যবার্তা প্রচার করা হয়েছে।

স্বাস্থ্য বার্তায় বলা হয়েছে, নিপাহ একটি ভাইরাসজনিত মারাত্মক প্রাণঘাতী রোগ। যা বাদুড় থেকে মানুষে মূলত খেজুরের কাঁচা রস পানের মাধ্যমে সংক্রমিত হয়। সাধারণত শীতকালে এই রোগ বিস্তার লাভ করে। খেজুরের রস থেকে তৈরি গুড় খাওয়ায় কোনো বাধা নেই। এই রোগে মৃত্যুর হার ৭০ শতাংশেরও বেশি। প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার উপায়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *