Main Menu

ইতালিতে অননুমোদিত অভিবাসী গ্রেপ্তারে অভিযান, গ্রেপ্তার ৩

বিদেশবার্তা২৪ ডেস্ক:
ইতালির বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়ে তিনব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ৷ অননুমোদিত অভিবাসনের সঙ্গে সম্পৃক্ত একটি অপরাধচক্রের সদস্যদের ধরতে এই অভিযান পরিচালনা করা হয়৷

এতে অননুমোদিত অভিবাসনে সহায়তাকারী একটি অপরাধচক্রের সঙ্গে জড়িত তিনজনেকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। তাদের গ্রেপ্তারের পাশাপাশি অনেক স্থানে তল্লাশি অভিযানও চালানো হয়েছে৷

বিগত ২০১৬ সালের ১৯ ডিসেম্বর বার্লিনে একটি সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পর্কিত এক অনুসন্ধানের পর মঙ্গলবার অভিযান পরিচালনা করে ইতালিয় পুলিশ।

ইতালির এন্টি-মাফিয়া ইনভেস্টিগেশন ডিরেক্টোরেট (ডিডিএ) অভিযানগুলোর সমন্বয়ে তিন তিউনিশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়৷

‘অপারেশন ওয়েট শ্যুজ’ নামের অভিযানটির সঙ্গে ২০১৬ সালের ১৯ ডিসেম্বর বার্লিনে তিউনিশীয় নাগরিক আনিস আমরির চালানো সন্ত্রাসী হামলা বিষয়ক তদন্তের সম্পর্ক রয়েছে৷

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি জানিয়েছেন, তদন্তকারীরা খুঁজে পেয়েছেন যে অপরাধচক্রটির সহায়তায় ইউরোপে প্রবেশকারী বিদেশিরা বিভিন্ন ‘জিহাদি গোষ্ঠীর’ সঙ্গে সম্পর্কিত৷ গ্রেপ্তারকৃত দুইজনকে কারাবন্দি করা হয়েছে এবং অন্যজনকে গৃহবন্দী করে রাখা হয়েছে৷

এক বিবৃতিতে ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তঃসীমান্ত ধরনের অপরাধে জড়ানোর সঙ্গে সম্পর্কিত অননুমোদিত অভিবাসনে সাহায্য ও উৎসাহিত করা অপরাধ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে৷’’

সন্ত্রাসীদের কাছ অবধি পৌঁছায় এমন আর্থিক লেনদেনের সঙ্গে তারা জড়িত সন্দেহেও তদন্ত চলছে৷ তবে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হবে না৷

উল্লেখ্য, বার্লিনে সন্ত্রাসী হামলা চালানো আমরি সাগর পথে তিউনিশিয়া থেকে ইতালিতে প্রবেশ করে এবং ইতালির ভুয়া কাগজ তৈরি করে জার্মানিতে পৌঁছায়৷ বার্লিনে হামলার কয়েকদিন পর ইতালির মিলানে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত হয় আনিস আমরি৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *