ওসমানীতে বিমানের চাকা ব্লাস্ট
নিউজ ডেস্ক:
সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে উড্ডয়ন সময়ের বিকট শব্দে বিমানের একটি বোয়িং উজোজাহাজের চাকা পাংচার হয়ে গেছে। এসময় পুরো উজোহাজে ঝাকুনি শুরু হয়। এতে আতংকিত হয়ে পড়েন উড়োজাহাজটিতে থাকা ১৪৮ যাত্রী। তবে এতে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। যদিও এ ঘটনার পর থেকে ওসমানীতে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ রয়েছে।
শুক্রবার বেলা ১টার দিকে ওসমানী বিমানবন্দরেরর রানওয়েতে এ ঘটনা ঘটে।
ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি (ফ্লাইট নং- বিজি ৬০২) ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্য ১২ টা ৫৫ মিনিটে উড্ডয়নের কথা ছিলো। উড়োজাহাটি রানওয়েতে যাত্রা শুরুর পরপর বিকট শব্দে পেছনের চাকা ফেটে যায়। এসময় পুরো উড়োজাহাজে তীব্র ঝাকুনির সৃষ্টি হয়।
এই ফ্লাইটের যাত্রী মোস্তাক হায়াত খান বলেন, হঠাৎ করে বিকট শব্দ হয়। এরপর বিমানটিতে ঝাকুনি শুরু হয়। এতে যাত্রীদের সকলেই আংকিত হয়ে পড়েন। কেউ কেউ চিৎকারও শুরু করেন। ঝাকুনি শুরু হলে পাইলট বিমানের গতি কিছুটা মন্থর করেন। এরপর আবার উড্ডয়নের চেষ্ঠা করেন। থকন ফের ঝাকুনি শুরু হয়। পরে তারা খোজ নিয়ে জানতে পারেন পেছনের চাকা পাংচার হয়েছে। এ ঘটনার পর প্রায় ৪০ মিনিট আমরা বিমানের ভেতরে আটকে ছিলাম। পরে আমাদের বিমানবন্দরের লাউঞ্চে আনা হয়।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উড়োজাহাজটি উড্ডয়নের সময় চাকা ব্লাস্ট হয়ে যায়। চাকা পরিবর্তন করা হচ্ছে। কাজ শেষ হয়ে গেলেই ফ্লাইটটি ঢাকায় ফিরবে।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More