আমিরাতে মোল্লা স্কাই ট্রাভেলসের উদ্বোধন

বিদেশবার্তা২৪ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে গত বৃহস্পতিবার মোল্লা স্কাই ট্রাভেলসের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আমন্ত্রিত দেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর৷ এসময় উপস্থিত ছিলেন সত্ত্বাধিকারী বেলাল মোল্লা ও রিপন মাহমুদ৷
আরও উপস্থিত ছিলেন, মেহেদি হাসান মিটু, রুবেল, ইয়াসিন বিন খায়ের সহ আরো অনেকে।
মোল্লা স্কাই ট্রাভেলসের সত্ত্বাধিকারী,বেলাল মোল্লা বলেন, ‘আমিরাতে অসংখ্য মানুষ প্রতারণার শিকার হয়েছেন বলে আমরা দেখতে পাই৷ মোল্লা স্কাই ট্রাভেল এন্ড টুরিজমের মাধ্যমে মানুষ কেবল উপকৃত হবে৷ প্রতারকদের প্রতিহত করে বাংলাদেশি প্রবাসীদের সঠিক সেবা প্রদান করাই আমাদের আসল লক্ষ্য৷ বাংলাদেশের পর্যটন খাতকে বহির্বিশ্বে তুলে ধরার জন্য ট্রাভেল এজেন্সিগুলোকে আরও বেশি ভুমিকা রাখার সুযোগ রয়েছে।’
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More