প্যারিসে সলুশান সেন্টার এখন আরও বড় পরিসসরে

নিউজ ডেস্ক:
প্রবাসী বাংলাদেশিদেরকে আরও অধিক পরিমাণে সেবা দেওয়ার লক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসের লুই ব্লো মেট্রো স্টেশনের পাশে আরও বড় পরিসরে যাত্রা শুরু করেছে সলুশান সেন্টার।
এখন থেকে সলুশান সেন্টারে ফরাসি অনুবাদের পাশাপাশি আইনি পরামর্শ, ফ্রান্সে অভিবাসন প্রার্থীদের সঠিক দিকনির্দেশনা, ফ্রি আইনজীবী পাওয়া যাবে।
প্রতিষ্ঠানের কর্ণধার এস এ শহীদ ভার তাহের বলেন, ‘সলুশান সেন্টার ২০১৭ সাল থেকে রাজধানী প্যারিসের গার-দু-নর্দে প্রবাসী বাংলাদেশিদের সেবায় কাজ করে আসছিল। কিন্তু আরও বড় পরিসরে প্রবাসী বাংলাদেশিদেরকে নানামুখী সেবা প্রদানের লক্ষ্য নিয়ে নতুন ঠিকানায় অফিস স্থানান্তর করেছি। আশা করি পূর্বের ন্যায় ভবিষ্যতেও সলুশান সেন্টারের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং খুব শিগগিরই প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে ফ্রেন্স ভাষা শিক্ষা কোর্স চালু করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More