যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী তিনজনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা
নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি মাদরাসা সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে মানহানি মামলা দায়ের করা হয়েছে।
গত ৩ জানুয়ারি ঢাকা যুগ্ম জেলা জজ (১ম) আদালতে মামলাটি দায়ের করেন জগন্নাথপুর উপজেলার ‘হলিয়ারপাড়া মাদরাসা’র প্রিন্সিপাল মাওলানা মইনুল ইসলাম পারভেজ।
মামলার আসামিরা হলেন- জগন্নাথপুরের হলিয়ারপাড়া গ্রামের জহির উল্লাহ’র ছেলে যুক্তরাজ্য প্রবাসী নুর মিয়া (৬৫), হলিয়ারপাড়া পূর্বপারের ওয়ারিছ আলীর ছেলে প্রবাসী তেরাব আলী (৬৫) ও প্রবাসী আলতাব আলী (৬০)। দায়েরের পর মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দিয়েছেন আদালত।
এছাড়াও গত ৫ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজেস্ট্রেট আদালতে এই তিনজনকে আসামি করে ফৌজদারি একটি মামলাও দায়ের করা হয়েছে।
মামলা ও মাদরাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রবাসীদের অর্থায়নে জগন্নাথপুর উপজেলার হলিয়ারপাড়ায় কয়েক বছর আগে একটি মাদরাসা স্থাপন করা হয়। মাদরাসাটি পরিচালনার জন্য যুক্তরাজ্যে প্রবাসীরা একটি কমিটি গঠন করেন। এ কমিটিতে রয়েছেন হলিয়ারপাড়া ও আশপাশ এলাকার যুক্তরাজ্য প্রবাসীরা। সেই কমিটির তিনজনের নামে যুক্তরাজ্যে একটি ব্যাংক হিসাবও খোলা হয়। তবে আর্থিক লেনদেনের স্বচ্ছতার স্বার্থে মাদরাসার নামে পৃথক একটি ব্যাংক হিসাব খুলে এতে সব টাকা স্থানান্তর করা হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ না করে বিষয়টি নিয়ে উদ্দেশ্যমূলকভাবে জলঘোলা করেন যুক্তরাজ্যে অবস্থানরত সেই কমিটির নুর মিয়া, তেরাব আলী ও আলতাব আলী (৬০) এবং তাদের সহযোগিরা।
একপর্যায়ে গত বছরের ১৯ অক্টোবর এ তিনজন ‘হলিয়ারপাড়া মাদরাসা’র যুক্তরাজ্য কমিটির শীর্ষ তিন নেতা আব্দুর রহিম, আলতাব আলী ওরফে আলফু মিয়া ও আব্দুল আজিজ এবং মাদরাসা সংশ্লিষ্ট স্থানীয় আরও ছয়জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অনলাইনের মাধ্যমে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে তারা ‘হলিয়ারপাড়া মাদরাসা’র আর্থিক ব্যবস্থাপনা এবং অর্থ আত্মসাতের কথা উল্লেখ করেন। এছাড়াও তারা এই নয়জনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং হোয়াটসআপে ছড়িয়ে দেন।
বিষয়টি আব্দুর রহিমসহ অন্যদের দৃষ্টিগোচর হলে তারা মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় পরিচালনা কমিটিকে অবগত করে এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মইনুল ইসলাম পারভেজ বাদী হয়ে ঢাকা যুগ্ম জেলা জজ (১ম) আদালতে এই ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। মামলার বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলাও দায়ের করা হয়।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার ফাতেমা এস. চৌধুরী বলেন- মামলাটি নিয়ে পিবিআই ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এ পর্যায়ে আদালত পিবিআই’র রিপোর্টের অপেক্ষায় রয়েছেন।
এ প্রসঙ্গে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন- অনলাইনের মাধ্যমে এ বিষয়ে একটি অভিযোগ আমাদের কাছে এসেছিলো। তবে পরবর্তীতে অভিযোগকারীরা এ ব্যাপারে আমাদের সঙ্গে আর যোগাযোগ করেননি বিধায় পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More