ইসরাইলের হামলায় ৯ ফিলিস্তিনি নিহত
নিউজ ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানে একজন বৃদ্ধাসহ ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতের সংখ্যা ১৬। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাছাড়া নিহতদের মধ্যে এখন পর্যন্ত একজনকে চিহ্নিত করা গেছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। চিকিৎসা ও অ্যাম্বুলেন্সের কার্যক্রমেও বাধা দিচ্ছে ইসরাইলের সেনাবাহিনী।
জেনিন পাবলিক হাসপাতালের প্রধান উইসাম বেকার, ইসরাইলের সেনাবাহিনী হাসপাতালের দিকে লক্ষ্য করেও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে, যা একটি শিশু বিভাগে প্রবেশ করে। এতে অনেক শিশু আহত হয়।
এদিকে ইসরাইলি বাহিনী নিশ্চিত করে জানিয়েছে, বৃহস্পতিবার জেনিন শহরে অভিযান শুরু করা হয়েছে। এর বেশি কিছু জানায়নি তারা।
বৃহস্পতিবার ৯ জন নিহত হওয়ার মাধ্যমে এ বছর ইসরাইলিদের হাতে ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ জনে; যার মধ্যে শিশু আছে ৫ জন।
২০২২ সালে ইসরাইলিরা ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। এর মধ্যে বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More