Main Menu

গ্রিসে পাচারচক্রের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি, গ্রেপ্তার ৭

আন্তর্জাতিক ডেস্ক:
গ্রিসে তৎপর থাকা মানবপাচারকারীদের একটি চক্রকে ভেঙে দেয়ার দাবি করেছে দেশটির পুলিশ। এই চক্রটি গত বছরের আগস্ট মাস পর্যন্ত ১৫০ জন অভিবাসনপ্রত্যাশীকে বিভিন্ন দেশে পাচার করেছে বলে দাবি পুলিশের।

গ্রিস পুলিশ জানায়, পাচার করার সময় এই চক্রটি গাড়িতে লাল রং ব্যাবহার করতো যাতে গাড়িগুলো দমকল বিভাগের যানের মতো দেখায়৷ ফলে তারা সহজে গ্রেপ্তার এড়াতে পারত৷ এই চক্রের সাতজনকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়৷

গ্রিক পুলিশ পাচারকারীদের ববহৃত একটি গাড়ির ছবিও প্রকাশ করেছে৷ এই গাড়িটি ফায়ার সার্ভিসের গাড়ির মতো লাল রং করা৷

পুলিশ জানায়, অভিবাসনপ্রত্যাশীরা গ্রিসের বন্দরনগরী থেসালোনিকিতে পৌঁছে দিতে পাচারকারীদের চার হাজার ইউরো পর্যন্ত দিতে বাধ্য হয়েছেন৷ বন্দরনগরী থেকে অভিবাসনপ্রত্যাশীরা পশ্চিম ইউরোপের যাওয়ার চেষ্টা করত বলে পুলিশের অনুমান৷

প্রসঙ্গত, পাচারকারীরা গ্রিস-তুরস্ক সীমান্তে তৎপরতা চালাতে থাকে এবং সেখান থেকে অভিবাসনপ্রত্যাশীদের পাচার করে থাকে৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *