দাঈ এবিত লিউ এখন বাংলাদেশে!
নিউজ ডেস্ক:
মালয়েশিয়ার আলোচিত দাঈ এবিত লিউ বাংলাদেশে এসেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করেন সেখানে দেখা যায়, যানজটের মধ্যে একটি রিকশায় বসে রয়েছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আই লাভ বাংলাদেশ।
জানা যায়, বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে এসেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার পর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শরিক হবেন। এর আগে বিমানে উঠে সবার দোয়া চেয়ে একটি পোস্ট দেন তিনি। সেখানে লেখেন, ‘আমার জন্য দোয়া করবেন যেন আমি ঢাকা যেতে পারি।’
গত বছরের সেপ্টেম্বরে দাঈ লিউয়ের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, দীনের দাওয়াত দিতে মালয়েশিয়ার এক নাইট ক্লাবে গেছেন তিনি। একজন হুজুরকে সেখানে দেখে সবাই হতবাক হয়ে যান।
প্রসঙ্গত, দাঈ লিউ মালয়েশিয়ার একজন ইসলামি উদ্যোক্তা এবং ধর্ম প্রচারক। তার পুরো নাম এবিত ইরাওয়ান বিন ইব্রাহিম লিউ। ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর মালয়েশিয়ার পাহাং রাজ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। তার বাবা নাম মুয়াডজম শাহে লিউ ইউ পাউ। ১১ জন ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়।
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More