আটক ৫ বাংলাদেশির মুক্তি ত্বরান্বিত করতে স্পেনকে অনুরোধ
নিউজ ডেস্ক:
স্পেনের গালিসিয়া প্রদেশের কারাগারে আটক পাঁচ বাংলাদেশি নাগরিকের মুক্তির বিষয়টি ত্বরান্বিত করতে দেশটির সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। সেখানকার বাংলাদেশি রাষ্ট্রদূত ইতোমধ্যে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে তাগাদা দিয়েছেন।
আটকদের তিন ধরণের সহায়তার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, ‘আমরা আটক বাংলাদেশিদের তিন ধরনের সহায়তা দিচ্ছি। প্রথমত, এই বিপদের সময়ে মানসিক সহায়তা দেওয়ার জন্য আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। অনেক সময়ে আমাদের লোক গিয়ে তাদেরকে বাংলাদেশি খাবারও পৌঝঁছে দিয়ে আসে।’
তাদের পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করছে দূতাবাস। ‘তাদেরকে আমরা আইনি সহায়তা দেওয়ার জন্য যা করা দরকার, সেটি করছি।’
জানা গেছে, আটক ওই পাঁচ বাংলাদেশি পানামার একটি জাহাজে নাবিক হিসেবে কর্মরত ছিলেন। ওই জাহাজটি গত বছরের মাঝামাঝি স্পেনে নোঙ্গর করাকালে মাদক পণ্য পাওয়া যায় এবং সন্দেহভাজন হিসেবে পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়।
রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে। আমরা তাদেরকে (স্পেনকে) অনুরোধ করেছি— প্রক্রিয়াটি যেন দ্রুত শেষ হয়। ইতোমধ্যে প্রধান সন্দেহভাজন (একজন নেপালি) স্বীকার করেছেন যে, মাদক বহনের সঙ্গে বাংলাদেশিরা জড়িত নয়।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমি এ বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একাধিকবার উত্থাপন করেছি। আমি তাদেরকে বলেছি, ভিসা প্রক্রিয়া সহজ না হলে বাণিজ্য সম্প্রসারণ করা কঠিন হবে। আমি আশা করি, মন্ত্রণালয় তাদের ঢাকা দূতাবাসকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।’
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More