Thursday, January 19th, 2023
কাতারে লাল-সবুজের পতাকা হাতে নিয়ে দৌড়াবে বাংলাদেশী যুবক

নিজস্ব প্রতিবেদক, কাতার থেকে: মধ্যপ্রাচ্যের একমাত্র ধনী দেশ কাতারের মোবাইল নেটওয়ার্ক কোম্পানী ওরিদো( oredoo) প্রতিবারের ন্যায় এবারও ১১তম ম্যারাথন প্রতিযোগীতার আয়োজনের ঘোষনা করেছে। বিগত ১৫ জানুয়ারী(রবিবার) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ‘ওরেডু 2023 বাই দোহা ম্যারাথন’-এর প্রস্তুতির কথা ঘোষণা করেছিল যা 20 জানুয়ারী(শুক্রবার) অনুষ্ঠিত হবে। কাতার অ্যাথলেটিক ফেডারেশনের সহযোগিতায় বার্ষিক ক্রীড়া ইভেন্টের ১১ তম প্রতিযোগীতায় অনলাইন নিবন্ধনের মাধ্যমে নির্বাচিত প্রায় ৮ হাজার জন দৌড়বিদদের সব বিভাগের জন্য প্রায় কাতারী ১মিলিয়ন প্রাইজমানি প্রদান করবে। সেই প্রতিযোগীতায় বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক রানারদের সাথে লাল সবুজের পতাকা হাতে নিয়ে একমাত্র বাংলাদেশী প্রতিযোগী হিসেবে ৪২Read More