যুক্তরাজ্য প্রবাসী আলেম আশরাফ আলী আর নেই

নিউজ ডেস্ক:
যুক্তরাজ্য প্রবাসী আলেম মাওলানা আশরাফ আলী সিকদার ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।) সোমবার যুক্তরাজ্যের সময়ানুযায়ী সকাল সাড়ে ১০টায় এবং বাংলাদেশের সময়ানুযায়ী বিকেল সাড়ে ৪টায় ব্রাডফোর্ডের স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন এবং অগণিত শুভাকাক্সক্ষী ও ভক্তবৃন্দ রেখে গেছেন।
মাওলানা আশরাফ আলী সিকদার আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের যুক্তরাজ্য শাখার সভাপতি ছিলেন।
তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন, মাওলানা আশরাফ আলী সিকদারের ইন্তেকালে আমি গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছি। বর্তমান সঙ্কটময় সময়ে তার মতো একজন বিদগ্ধ খ্যাতিমান আলেমের ইন্তেকালে উম্মাহর অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি আল্লাহর দরবারে মরহুমের মাগফিরাত কামনা করছি এবং তার শোকার্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুমের জিন্দেগির সব ভুলভ্রান্তি ক্ষমা করে জান্নাতের আলো মাকাম দান করুন, আমীন। বিজ্ঞপ্তি।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More