পারিবারিক পুনর্মিলন ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করল নেদারল্যান্ড

নিউজ ডেস্ক:
বসবাসের অনুমতি পাওয়া আশ্রয়প্রার্থীদের পারিবারিক পুনর্মিলন ভিসায় আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নেদারল্যান্ডস৷ ডাচ আদালতের এক রায়ের প্রেক্ষিতে এই ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
নেদারল্যান্ডসের বিচার ও নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী এরিক ফন ডেয়ার বুর্গ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আশ্রয়প্রার্থীদের পারিবারিক পুনর্মিলনে দেয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেয়া হয়েছে। ডাচ প্রশাসনিক আদালতের পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
এর আগে গত বছর ডাচ সরকার একটি নিয়ম চালু করে৷ তাতে বলা হয়, বসবাসের জায়গা না থাকলে পারিবারিক পুনর্মিলনের জন শরণার্থীদের ন্যূনতম ১৫ মাস অপেক্ষা করতে হবে৷ সেই সঙ্গে যারা পর্যাপ্ত আবাসন ব্যবস্থার প্রমাণ দিতে পারবেন তারাই শুধু স্বজনদের আনার অনুমতি পাবেন৷
নেদারল্যান্ডে আবাসন সংকট ও আশ্রয়কেন্দ্রগুলোর জনাকীর্ণ পরিস্থিতির কারণে গত বছরের আগস্টের শেষ দিকে পারিবারিক পুনর্মিলনের উপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়৷ তবে ইউরোপীয় এবং আন্তর্জাতিক আইনের অধীনে এটিকে অবৈধ বলে রায় দেয় আদালত৷
পরে গত বছরের শেষ দিকে নেদারল্যান্ডসে আশ্রয় শিবিরগুলোতে বাসিন্দাদের সংখ্যা ধারণ ক্ষমতাকে ছাড়িয়ে যায়৷ এ নিয়ে গত মাসে একটি ডাচ আদালতের আরেকটি রায়ে বলা হয়েছে, নেদারল্যান্ডসে আসা অন্য আশ্রয়প্রার্থীদেরও ইউক্রেনীয় শরণার্থীদের মতো বাসস্থানের ব্যবস্থা করতে হবে৷
সরকার নিষেধাজ্ঞা তুলে নিলেও আশ্রয়প্রার্থীদের পারিবারিক পুনর্মিলনের অনুমতি দেয়ার কারণে আবাসন সংকট পরিস্থিতিকে আরো নাজুক করে তুলবে বলে মনে করছে ডাচ রিফিউজি কাউন্সিল৷ এজন্য সরকারের বিভিন্ন সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে সংকট সমাধানের উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More