Main Menu

তুরস্কে সাত দিনে ২ হাজারের অধিক ‘অনিয়মিত অভিবাসীকে’ আটক

নিউজ ডেস্ক:
তুরস্কে অভিযান চালিয়ে দুই হাজার দুইশ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ৷ গত ৬ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি অভিযান চালিয়ে এসব অভিবাসীকে আটক করা হয়। তবে অভিযানে আটক অভিবাসীরা ঠিক কোন দেশে তা সরকারের পক্ষ থেকে জানানো হয়।

এসময় এক হাজারের বেশি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে তুর্কি মাইগ্রেশন ম্যানেজমেন্ট অধিদপ্তর৷

টুইটারে দেওয়া এক বার্তায় তুরস্কের মাইগ্রেশন ম্যানেজমেন্ট অধিদপ্তর জানায়, ৬ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত সময়ে দুই হাজার দুইশ ৬৯ জন অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে৷ তাছাড়া ১৯ হাজার ৯৬৮জনকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে৷

তুরস্কে থাকা অভিবাসনপ্রত্যাশীদের উপর কঠোর হচ্ছে দেশটির সরকার৷ চলতি বছর এখন পর্যন্ত তিন হাজার ৩৪৯ জনকে ডিপোর্ট করেছে। যা গত বছর ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক অভিবাসীকে ইচ্ছার বিরুদ্ধে প্রত্যার্পণ করেছে তুরস্ক৷

তুর্কি সরকার জানিয়েছে, গত বছর এক লাখ ২৪ হাজার ৪৪১ অভিবাসীকে জোরপূর্বক প্রত্যার্পণ বা ফেরত পাঠানো হয়েছে। ইতিহাসে এর আগে কখনও এক বছরে এত অভিবাসীকে ফেরত পাঠানো হয়নি৷ ২০২১ সালের তুলনায় ফেরত পাঠানোর সংখ্যা ১৬১ শতাংশ বা তিনগুণেরও বেশি বেড়েছে৷

সব মিলিয়ে ২০১৬ সালের পর থেকে গত বছর পর্যন্ত চার লাখ ৪৯ হাজার ৩২৬ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে তুরস্ক সরকার৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *