তারেক-জোবাইদার সম্পদ বাজেয়াপ্তে মিছিল
নিউজ ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা: জুবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশের প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) রাতে নগরীর রিকাবীবাজার পয়েন্টে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন সজীব এর পরিচালনায় মশাল মিছিলে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন চৌধুরী নাঈম, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির ১নং সদস্য নোবেল হোসেন সায়েম, তাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিনুল হক, মহানগর ছাত্রদলের সদস্য শাহিন আহমদ, জাহাঙ্গীর আলম নাদিফ, কামরুল ইসলাম মিটু, এম সি কলেজ ছাত্রদল নেতা হোসেইন আহমেদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জসিম লস্কর, মহানগর ছাত্রদল নেতা রাসেল মিয়া, দুলাল আহমদ, ফয়সল আহমেদ, ফরহাদ আহমেদ,রাসেদ খান, শরিফ মিয়া প্রমুখ।
এসময় পথসভায় ছাত্রদল নেতারা বলেন, মিথ্যা ও বানোয়াট মামলার রায় দিয়ে তারুন্যের অহংকার তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করার যে অপকৌশল সরকার শুরু করেছে তা কখনো সফল হবে না, অনতিবিলম্বে উক্ত রায় প্রত্যাহার করার জোড় দাবি জানান বক্তারা।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More