Main Menu

টাকায় প্রবাসীদের হিসাব খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক:
দেশে প্রবাসী বিনিয়োগকারীদের টাকায় ব্যাংক হিসাব খোলা আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও বিনিয়োগ বিভাগ (এফইআইডি) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রবাসীরা ব্যাংকগুলোতে সাধারণত ‘নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট (নিটা)’ নামের হিসাব খুলতে গিয়ে নানান বিড়ম্বনার শিকার হন। তবে এখন থেকে শুধু ছবি, পাসপোর্টের মতো কয়েকটি নথি দিলেই হিসাব খোলা যাবে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা টাকায় নিটা হিসাব খুলতে বৈধ পাসপোর্টের কপি, ছবি, ঠিকানার প্রমাণ, আয়ের নির্ভরযোগ্য উৎস, মনোনীত বা অনুমোদিত ব্যক্তির পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি, মনোনীত বা অনুমোদিত ব্যক্তির ছবি প্রয়োজন হবে।

দেশে বিদেশি বিনিয়োগকারীদের টাকায় অ্যাকাউন্ট (নিটা) খোলার ক্ষেত্রে সাধারণত ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন ২০১৮-এর নির্দেশনা মেনে চলা হয়। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংক ২০২১ সালে অ্যাকাউন্ট খোলার একটি ফরম প্রকাশ করেছিল।

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্ধারণ করা অর্থ পাচার, সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধের জন্য নির্দেশিকা ছিল। এর বাইরেও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক নিজেদের মতো করে কিছু নথিপত্র চাইত, যার ফলে অনাবাসী বাংলাদেশিদের বিড়ম্বনায় পড়তে হতো। নতুন নির্দেশিকা জারির ফলে প্রবাসীদের ব্যাংক হিসাব খোলা সহজ হলো।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *