ওমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
নিউজ ডেস্ক:
সাত মাস আগে মেয়ের বাবা হয়েছেন ওমান প্রবাসী মো.হেলাল (৪০)। মেয়েকে দেখতে দেশে আসার কথা ছিল তার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মেয়ের মুখ দেখার আগেই মারা গেলেন নিজেই।
গত শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় ওমানের একটি হাসপাতালে মারা যান হেলাল। এর আগে গত শুক্রবার ওমানের মাস্কের্টে কাজ করার সময় কাঠের সিলিং তুলতে গিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন হেলাল। পরে আহত অবস্থায় তাকে ওমানের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রবাসী হেলাল চট্টগ্রামের উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টিলাপাড়া এলাকার বাসিন্দা। দুই মেয়ে রয়েছে তার।
ওমানে প্রবাসী মো. হীরামন বলেন, গত শুক্রবার কাজ করার সময় মাথায় কাঠের সিলিং পড়ে আহত হন হেলাল। সেখাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাতে তার মৃত্যু হয়। দূতাবাসের কাগজপত্র ম্যানেজ হলে আগামী ১০ জানুয়ারি তার মরদেহ দেশে পাঠানো সম্ভব হবে।
এদিকে হেলালের মৃত্যুতে দেশে ও ওমানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More