শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে গানবাজনা বন্ধে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি
নিউজ ডেস্ক:
হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে গানবাজনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে জেলা প্রশাসক, সিলেট বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (১ লা জানুয়ারী) বেলা ২টায় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মোহাম্মদ এহছানুল হক তাহের
স্মারকলিপির বিষয়বস্তু : বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় বসবাসরত বাংলাদেশী নাগরিকদের মধ্যে আধ্যাত্বিক নগরী হিসেবে সিলেট সবার কাছে পরিচিত। যেখানে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) সহ অসংখ্য ওলি আউলিয়া শায়িত আছেন। নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) এর মাজারসহ চতুর্দিকে লক্ষ লক্ষ মুসলমানদের কবরস্থান রয়েছে। যেখানে প্রতিদিন অনেকের দাফন করা হয়। সেখানে সিলেট মহানগরী ও সিলেট বিভাগসহ বাংলাদেশের অসংখ্য সুনামধন্য ব্যক্তিদেরও কবর রয়েছে। কবরকে স্মরণ করে প্রতিদিন অসংখ্য জনসাধারণ জিয়ারত করতে আসেন। কিন্তু দুঃখজনক হলে সত্যি যে, প্রায়শই মাজারের পাশে গানবাজনার আয়োজন করা হয়। যার কারণে জিয়ারতে আসা দর্শনার্থীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তাদের এই আচরণ দর্শনার্থীদের মর্মাহত করে তুলে। হযরত শাহজালাল (রহ.) ও অসংখ্য কবরবাসীর পাশে গানবাজনার বিষয়টি কবরবাসী আত্বীয়স্বজনদের অসম্ভব কষ্টের মধ্যে ফেলে দেয়। মাজার প্রাঙ্গণ/কবরকে কেন্দ্র করে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত, জিকির, মিলাদ ও দোয়া মাহফিল হবে। কবরের পাশে কোন ধরনের গানবাজনার প্রয়োজন আছে বলে মনে হয় না। দিন ও রাতের যেকোন সময় কবরবাসীর আত্বীয়স্বজনরা নিভৃতে এসে জিয়ারত করেন। বাঁধসাধে কবরের পাশে গানবাজনা, কবরের পাশের গানবাজনা বন্ধে আপনার সু-দৃষ্টি কামনা করছি। হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণের গানবাজনা বন্ধে আপনার যথাবিহীত কার্যকর পদক্ষেপ গ্রহনের সবিনয় অনুরোধ করছি।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More