Main Menu

জাপানে ভারী তুষারপাতে ১৭ প্রাণহানি

নিউজ ডেস্ক:
জাপানে গত ১০ দিনের ভারী তুষারপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জাপান টাইমস-এর বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, জাপানের পশ্চিম উপকূলের বেশির ভাগ অংশ এবং হোক্কাইডোতে ভারী তুষারপাত হয়েছে। কিছু কিছু এলাকায় প্রায় ২৪ ঘণ্টায় এক মিটার তুষারপাত হয়েছে। এর মধ্যে ইয়ামাগাতা প্রিফেকচারের ওগুনি শহরও আছে বলে জানায় গণমাধ্যমগুলো।

ভারী তুষারপাতে রাস্তায় গাড়ি আটকে যাওয়ায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের আপাতত ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৭ ডিসেম্বর থেকে এ পর্যন্ত তুষারপাতে কয়েক অনেক মানুষ আহত হন।

জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, হোক্কাইডোতে হাজার হাজার বাড়ি বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যদিও বেশির ভাগ সংযোগ পুনরুদ্ধার করা হয়। আগামী সপ্তাহ থেকে ভারী তুষারপাত হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *