দক্ষিণ আফ্রিকায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১০, আহত ৪০
বিদেশবার্তা২৪ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের কাছে একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে কমপক্ষে ১০ নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৪০ জন। আহত ৪০ জনের মধ্যে ১৯ জনের অবস্থা সংকটাপন্ন। এর মধ্যে চালকও রয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে বক্সবার্গ এলাকার ওআর ট্যাম্বো মেমোরিয়াল হাসপাতালের কাছে ট্যাংকারটি একটি সেতুর নিচে আটকে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ট্যাংকারটিতে আগুন ধরে যায়।
জরুরি বিভাগের মুখপাত্র উইলিয়াম অ্যান্টালদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, সকাল ৭টা ৫০ এর দিকে আমরা এমন একটি কল পাই একটি গ্যাস ট্যাংকার সেতুর নিচে আটকে গেছে। দমকল বাহিনীদের ডাকা হয়েছিল, দুর্ভাগ্যবশত তার আগেই বিস্ফোরণ ঘটে। ট্রাকটিতে ৬০ হাজার লিটার এলপিজি ছিল।
কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন দেশটির জরুরি বিভাগের মুখপাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাংক বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ হয়েছে। ট্যাংকার (ওআর) ট্যাম্বু মেমোরিয়াল হাসপাতালে গ্যাস সরবরাহ করছিল বলে জানা গেছে।
সূত্র: আল জাজিরা
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More