ওমানে ফুটপাতে দোকান বসানোর দায়ে প্রবাসী গ্রেপ্তার
বিদেশবার্তা২৪ ডেস্ক:
ওমানের বেশকিছু শহরের ফুটপাতে দোকান বসানোর দায়ে বেশকয়েকজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দেশটির আল সিব ও মাওয়ালাসহ বেশকিছু বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া প্রবাসীরা ওমানের শ্রম আইন ভঙ্গ করেছে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।
পুলিশের ভাষ্য, পরিবেশের জন্য হুমকি, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি এবং শহরের সৌন্দর্য নষ্টের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সকল দোকানির পণ্য বাজেয়াপ্ত করা হয়।
এ বিষয়ে মাস্কাট পৌরসভা জানিয়েছে, স্বাস্থ্যসম্মত এবং দূষণমুক্ত খাবার ভোক্তাদের কাছে পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। তাই রাস্তাঘাটে অবৈধ দোকান বসালে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে। পৌরসভার মতে, পথের বিক্রেতাদের বিক্রিত পণ্যের মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশগত ক্ষতি হচ্ছে। এছাড়া শহরের নান্দনিকতাও নষ্ট করা হয়। তাই সকল প্রবাসী ও নাগরিকদের আইন মেনে চলতে আহ্বান জানিয়েছে পৌরসভা।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More