বাহরাইনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

সালেহ আহমদ সাকী, বাহরাইন থেকে:
বাহরাইনের বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি ও মাইগ্রেন্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি সার্ভিস’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস- উদ্যাপন করা হয়।
সোমবার (১৯ডিসেম্বর) রাত ৮ টায় বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির কার্যালয়ে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।
বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির সভাপতি তাজউদ্দিন সিকান্দারের সভাপতিত্বে নুর উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি বশির আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল করিম, সিলেট বিভাগীয় পরিষদের সহ সভাপতি আব্দুল হামিদ সুন্দর আলী, শ্রম সম্পাদক সুহেল মিয়া, বাংলাদেশ স্কুলের সিনিয়র শিক্ষক মোসাদ্দেক আলী,রুমন মিয়া প্রমুখ।
সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য বেতন সময় মত পাওয়া সহ প্রবাসে শ্রমিকদের সকল সুযোগ সুবিধা প্রদানে সহযোগিতা ও প্রবাসীদের বৈধ পথে দেশে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে আরো সুদৃঢ় করার জন্যে সকলের প্রতি অনুরোধ জানান।
পরে উপস্থিত শ্রমিকদের মাঝে লটারীর মাধ্যমে পুরুস্কৃত করা হয়।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More