মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৮ অভিবাসী গ্রেফতার

বিদেশবার্তা২৪ ডেস্ক:
গ্রেফতারদের লেংগেং ইমিগ্রেশন ডিপোর নেগেরি সেম্বিলানে রাখা হয়েছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৮ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত দেড়টায় সেলাঙ্গর রাজ্যের ডেংকিল এলাকার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে বাংলাদেশি হলেন ১২ জন। আর বাকিদের মধ্যে ইন্দোনেশিয়ার ২৫ জন পুরুষ ও পাঁচ নারী, মিয়ানমারের নাগরিক পাঁচজন এবং একজন ভিয়েতনামের নারী রয়েছেন।
তাদের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোর নেগেরি সেম্বিলানে রাখা হয়েছে। তবে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় এখনো জানানো হয়নি।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বলছে, অভিযানের সময় ৬৩ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে গ্রেফতার ৪৮ জন বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
গ্রেফতাররা ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ লঙ্ঘন করেছেন বলে জানায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More