ছাতকে দুবাই ফেরত প্রবাসী খুন

ছাতকে দুবাই ফেরত প্রবাসী খুন
নিউজ ডেস্ক:
ছাতকে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন দুবাই ফেরত এক যুবক। তাকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। খুনের পর খালেদ নুর (৩৫) নামের ওই যুবকের রক্তাক্ত লাশ রাস্তার পাশে ঝোপে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা । নিহত খালেদ নুর উত্তর কুর্শি গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে। তিনি মাস খানেক আগে দুবাই থেকে ছুটিতে আসেন।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে সড়ক ও মসজিদ সংলগ্ন ঝোঁপ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা সন্ধ্যার দিকে তাকে হত্যা করা হতে পারে। এ হত্যার সাথে জড়িত সন্দেহে হাসান আহমদ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি দক্ষিণ কুর্শি গ্রামের মোশাহিদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাতে গ্রামের সড়ক ও মসজিদের পাশের একটি ঝোপে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে রাত সাড়ে ১১ টার দিকে জাউয়াবাজার ও জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত যুবকের মাথার পেছন দিকে গুরুতর জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, তার মাথার পেছনে রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। হত্যা্র পর মরদেহ একটি ঝোপের মধ্যে রেখে গেছে দুর্বৃত্তরা।
ছাতক থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা প্রবাস ফেরত যুবকের মাথার পেছনে আঘাত করে হত্যা করেছে। আঘাতে তার মাথা খন্ডিত হয়ে গেছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More