পাহাড় ধসে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ, আটকা পড়েছে হাজারো পর্যটক

পাহাড় ধসে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ, আটকা পড়েছে হাজারো পর্যটক
নিউজ ডেস্ক:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (০৫ অক্টোবর) সকালে পাহাড় ধসের এ ঘটনায় হঠাৎ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন পর্যটকরা।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানিয়েছেন, মঙ্গলবার রাতে ভারী বর্ষণের কারণে সাজেক যাওয়ার পথে নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে পড়ায় আপাতত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কের মাটি সরানোর জন্য ২০-ইসিবি কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় সাজেকে প্রায় কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। ইতোমধ্যে সড়ক পরিষ্কারের কাজ শুরু হয়েছে। দুপুরের পরই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।
এদিকে পাহাড় ধসের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সাজেক কটেজ ব্যবসায়ীরা। সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন বলেন, আজ সরকরি ছুটির দিনেই এমন ঘটনা ঘটল। এখন পর্যটকদের আসার সময়। আমাদের সাজেক এলাকায় প্রায় ছোট-বড় মিলে ২০০ এর মতো গাড়ি রয়েছে। গাড়িগুলো এখন আটকা আছে।
Related News

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রার দিনক্ষণRead More

বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More