ওমরাহ ভিসার মেয়াদ বাড়াল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের সকল জাতীয়তার ওমরাহ পালনকারীদের জন্য ওমরাহ ভিসার মেয়াদ এক থেকে তিন মাস বাড়ানো হয়েছে। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ এ তথ্য জানিয়েছেন। ওমরাহ পাল করতে যাওয়া সব দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন বলেও জানিয়েছেন মন্ত্রী।
তাসখন্দে দুই দিনের সরকারি সফরের সময় এই ঘোষণা দেন হজ ও ওমরাহ মন্ত্রী। যেখানে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকাত মিরজিওয়েভ ড. আল-রাবিয়ার সফর শেষে সৌদি মন্ত্রীকে স্বাগত জানান। মন্ত্রী দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের অভিনন্দন রাষ্ট্রপতি মিরজিওয়েভ এবং উজবেক সরকার ও জনগণকে এবং উজবেকিস্তানের আরও উন্নতির জন্য তাদের শুভেচ্ছা জানান।
এর আগে বিদেশি হজ ও ওমরাহযাত্রীদের নিবন্ধনের জন্য চালু থাকা অ্যাপ ‘ইয়াতমারনা’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘নুসুক’। নাম পরিবর্তনের পাশাপাশি যাত্রী পরিষেবা বাড়াতে অ্যাপটি হালনাগাদও করা হচ্ছে।
মন্ত্রণালয়ের হজ ও ওমরাহ পরিষেবা বিভাগের উপদেষ্টা আহমেদ সালেহ হালাবি আরব নিউজকে বলেন, ‘হজ ও ওমরাহ যাত্রীদের জন্য তথ্য পরিষেবা সহজ করে তুলতে গত কয়েক বছর ধরেই আমরা ই-সার্ভিস ব্যবহার করছি। তবে নুসুক অ্যাপটির হালনাগাদের কাজ শেষ হলে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য দারুন একটি ব্যাপার হবে।’
‘কারণ বর্তমানে নুসুক অ্যাপের মাধ্যমে হজ ও ওমরাহযাত্রীরা কেবল ভিসা সম্পর্কিত সেবা নিতে পারেন। কিন্তু এটি হালনাগাদের কাজ শেষ হলে কেবল ভিসা নয়, সৌদি আরবে আসা-যাওয়ার ফ্লাইট ও এখানে আসার পর হোটেলও বুক করতে পারবেন যাত্রীরা।’
সৌদি সরকারের পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই নুসুক অ্যাপটি তৈরি করা হয়েছে এবং শিগগিরই এটির হালনাগাদকরণ শেষ হবে উল্লেখ করে হালাবি বলেন, ‘আমরা চাই, বিদেশ থেকে আগত যাত্রীরা হজ ও ওমরাহ পালনের পাশাপাশি সৌদি আরবের সংস্কৃতি সম্পর্কেও জানুন। মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ ঘিরে যে সভ্যতা গত দেড় হাজার বছরে গড়ে উঠেছে, এবং প্রাচীন এই সভ্যতার ধারক-বাহক এই দেশটির চারদিকে যেসব ঐতিহাসিক নিদর্শন রয়েছে, তা তারা উপভোগ করুন।’
‘এই ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে নুসুক অ্যাপটি হালনাগাদ করা হচ্ছে। বিভিন্ন সার্ভিস প্যাকেজ সেখানে থাকবে। হজ ও ওমরাহযাত্রীরা নিজের পছন্দ অনুযায়ী যে কোনো একটি প্যাকেজ বেছে নিতে পারবেন।’
হালাবি আরও জানান, আগামী ২০৩০ সালের মদ্যে হজ ও ওমরাহযাত্রীদের পরিষেবা ব্যবস্থার ব্যাপক উন্নয়নের লক্ষ্য নিয়েছে সৌদি সরকার। ‘নুসুক’ অ্যাপের হালনাগাদকরণ সেই লক্ষ্যের অংশ।
বর্তমানে সৌদি আরবে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি কোম্পানিও বিদেশি হজ ও ওমরাহযাত্রীদের বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে। তেমনিই একটি কোম্পানির মালিক আহমেদ বাজাইফের আরব নিউজকে বলেন, ‘সৌদি আরবের নাগরিক, স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ এবং তার সর্বশেষ প্রমাণ নুসুক।’
Related News

মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More

যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More