মেক্সিকোতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী

মেক্সিকোতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক:
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বুধবার বাংলাদেশ দূতাবাস আয়োজিত মেক্সিকো সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা, বাংলাদেশের স্বনামধন্য নৃত্যশিল্পী লুবনা মরিয়মসহ প্রায় ৪০ জন বাংলাদেশি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউনেস্কো ও মেক্সিকো সরকার আয়োজিত তিনদিনব্যাপী ‘মুন্ডিয়াকাল্ট ২০২২’ শীর্ষক সাংস্কৃতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বর্তমানে মেক্সিকো সফর করছেন।
দূতাবাস আগমনের পর সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী দূতাবাস প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য ও ‘বঙ্গবন্ধু লাইব্রেরি’ পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় উপস্থিত বাংলাদেশিরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিমন্ত্রীর সাথে খোলাখুলি আলোচনা করেন। তারা বাংলাদেশ থেকে মেক্সিকোর ভিসা সংগ্রহে জটিলতা, মেক্সিকোস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু না হওয়া, মেক্সিকো হতে বাংলাদেশে অর্থ প্রেরণের জটিলতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিষয়গুলো নিয়ে তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে আলোচনা করবার আশ্বাস প্রদান করেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে মেক্সিকোতে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি যথাযথভাবে তুলে ধরবার জন্য উপস্থিত বাংলাদেশিদের উদ্বুদ্ধ করেন এবং এক্ষেত্রে যার যার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন। পরবর্তীতে নতুন প্রজন্মকে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে অবহিত করার জন্য আগতদের পক্ষ হতে মেক্সিকোতে একটি ‘বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র’ চালু করবার প্রস্তাব দেয়া হয়।
মতবিনিময় সভা শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আগতদের নিয়ে প্রতিমন্ত্রী কেক কেটে শুভকামনা প্রকাশ করেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More