কুয়েতে ব্যক্তিগত গাড়িতে বিমানবন্দর যাত্রীদের সেবা, ৬০ প্রবাসী আটক

কুয়েতে ব্যক্তিগত গাড়িতে বিমানবন্দর যাত্রীদের সেবা, ৬০ প্রবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক:
কুয়েতে নিজস্ব গাড়িতে বিমানবন্দরে বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের অবৈধভাবে সেবা দেওয়ার দায়ে ৬০ প্রবাসীকে আটক করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দেশটির বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে এ খবর ছাপানো হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানবন্দর থেকে যাত্রী সেবা দেওয়ার লাইসেন্স নেই— এমন যানবাহন চালকদের কাছ থেকে প্রতারণা ও চাঁদাবাজি হয়রানির বিষয়ে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে কুয়েত বিমানবন্দরে স্থানীয় প্রশাসন অভিযান চালায়। অভিযানে ৬০ প্রবাসীকে আটক করা হয়। আটককৃতরা বাংলাদেশ, ভারত ও মিশরীয় নাগরিক বলে জানা গেছে। তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, কুয়েতে বিমানবন্দরে যাতায়াতে মালিকপক্ষের গাড়ি ছাড়া ব্যক্তিগত গাড়িতে বিমানবন্দর থেকে যাত্রী পরিবহন করা আইনত দণ্ডনীয় অপরাধ।
Related News

ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More

ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More