দ. আফ্রিকায় সিলিন্ডার বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
দ. আফ্রিকায় সিলিন্ডার বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উডস্টকের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে সোহেল রানা (৪২) নামে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত ২ জন হাসপাতালে চিকিৎসায় রয়েছেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উডস্টক এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন সোহেল রানা। দুদিন পর শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসায় থাকা অবস্থায় মারা যান তিনি।
প্রবাসী বালাদেশিদের সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে সোহেল রানার দোকানের গ্যাস সিলিন্ডারের উপরে মোমবাতি জ্বালানো হয়। একপর্যায়ে মোমবাতি জ্বলে সিলিন্ডারের প্লাস্টিক ক্যাপটি গলে যায়। এরপরই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
গ্যাস সিলিন্ডারের আগুনে, পুরো দোকান এবং সামনে থাকা গাড়ি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ সময় সোহেল রানা ও তার ম্যানেজার আফ্রিকান নাগরিক এবং এক গ্রাহক মারাত্মক অগ্নিদগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
সোহেল রানার শরীর ৮৫% পুড়ে যায়। তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হলেও কোনো উন্নতি হয়নি। শনিবার সকাল ৮টার দিকে সোহেল রানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত সোহেল রানা শরীয়তপুর জেলার আঙ্গারিয়ার বাসিন্দা। দেশে তার মা-বাবা রয়েছেন। দুই ভাই এক বোনের মধ্যে সোহেল রানা সবার বড়।
তিনি প্রায় ১ যুগ আগে দক্ষিণ আফ্রিকায় আসেন। কেপটাউনের রাইল্যান্ডস এলাকায় স্ত্রী এবং ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে থাকতেন।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More