Main Menu

কমলগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতি

কমলগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতি
নিউজ ডেস্ক:
কমলগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বিভিন্ন গাড়ির যাত্রীদের কাছ থেকে ১০-১৫ লাখ টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে পালিয়ে যায়।

রোববার গভীর রাতে ভানুগাছ- শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

সিএনজি চালক অরুন জানান, তিনি রাতে কুরমা থেকে গাড়ি চালিয়ে এই সড়ক দিয়ে শ্রীমঙ্গল আসছিলেন। পথে ডাকাতরা তাকে আটকিয়ে বেঁধে ফেলে। পরে তার সাথে থাকা টাকা ও মোবাইল নিয়ে যায়।

গাড়ী চালক আমীর মিয়া বলেন, তিনিও ডাকাতের কবলে পড়েছিলেন। ডাকাতরা তাকে বেঁধেও টাকা ও মোবাইল নিয়ে নেয়। তিনি বলেন, ডাকাতরা সড়কে গাছ ফেলে রাখায় উভয় পাশে প্রায় দেড় থেকে দুইশত গাড়ি আটকা পরে। এসময় ৩০-৪০ জনের ডাকাতদল আটকে পরা গাড়ি যাত্রী ও চালকদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ প্রায় ১০-১৫ লাখ টাকার মালামাল লুটে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

শ্রীমঙ্গল থানার ওসি শামিম অর রসিদ বলেন, ঘটনাস্থল শ্রীমঙ্গল থেকে ১০ কিলোমিটার দূরে কমলগঞ্জ থানায়। আমরা খবর পেয়ে ছুটে যাই। পরে কমলগঞ্জ পুলিশ আসে। পুলিশ যাওয়ার পর ডাকাতরা পালিয়ে যায়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *