দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিউজ ডেস্ক:
দক্ষিণ সুরমার লালাবাজারে বাসের ধাক্কায় রুবেল আহমদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত নুরুল আমিন রুবেল (৩২) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের একটি বাড়িতে গৃহশিক্ষক হিসেবে থাকতেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দক্ষিণ সুরমার লালাবাজারে ঢাকা-সিলেট সড়কে এদুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
আহতদের মধ্যে বাবু সুনামগঞ্জের দিরাই এবং অপর আহত জুনেদ আহমদ সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বাসিন্দা। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালাবাজার এলাকায় তিন যুবক মোটরসাইকেল (সিলেট-হ-১৪-৯৩৮৪) নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠেন। এ সময় সিলেট থেকে ছেড়ে যাওয়া হবিগঞ্জ এক্সপ্রেস মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইলে আরোগী তিনজন আহত হন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হন। হাসপাতাল নেওয়ার পর তাদের একজন মারা গেছেন। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হতে পারিনি। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করলে যানচলাচল স্বাভাবিক হয়।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More