ফেসবুকে সিসিক নিয়ে কী লিখলেন আরিফ!
ফেসবুকে সিসিক নিয়ে কী লিখলেন আরিফ!
নিউজ ডেস্ক:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবারের সিটি নির্বাচন থেকে বাদ পড়ছেন। তাকে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সিলেট-১ অথবা সিলেট-৪ আসনে প্রার্থী হিসেবে দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠছে।
জানা যায়, টানা দুইবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক নগরবাসীর ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। আলোচনা-সমালোচনার মধ্যদিয়ে দুই টার্ম পালনের শেষ বাজেট অনুষ্ঠানে তিনি বলেন- ‘এটি সম্ভবত আমার পরিষদের শেষ বাজেট।’
এ বক্তব্যের পর মেয়র আরিফকে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। তিনি কি আর সিটি নির্বাচনে অংশ নেবেন না। এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
তবে দলের একটি সূত্র জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মীনি ডা. জুবাইদা রহমান নির্বাচন করতে পারেন। তিনি যদি সিলেট-১ আসনে প্রার্থী হন তাহলে খন্দকার মুক্তাদির সিটিতে মেয়র নির্বাচন করবেন। আর বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে সিলেট-৪ আসনে প্রার্থী করা হতে পারে।
তবে এক্ষেত্রে ঘি ঢেলে দিয়েছেন সিসিকের সাবেক জনসংযোগ কর্মকর্তা ও মেয়রের কাছের লোক হিসেবে পরিচিত সাংবাদিক সাহাব উদ্দিন শিহাব।
তিনি বুধবার তার ফেসবুক টাইমলাইনে সূত্রের তথ্যের মতে মেয়র আরিফের সিটি নির্বাচন না করা নিয়ে একটি পোস্ট করেন। সে পোস্টে তিনি উল্লেখ করেন-
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ এবং সিলেট-৪ এ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হবেন সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান ও সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিম সাহেবের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতেই তিনি প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন।
তবে বিষয়টি নিয়ে কথা বলতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর মোবাইল ফোনে বার বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More