Main Menu

সুরমা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার

সুরমা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার
নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীর গোলকপুরের মান্নানঘাট এলাকায় বালুবাহী বাল্কহেডের সঙ্গে নৌকার ধাক্কা লেগে নিখোঁজ হওয়া তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার দুপুরে নিখোঁজ তুলা মিয়া ও হেলালের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন কামাল মিয়া নামে অপর একজন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। জামালগঞ্জ থানা পুলিশ জানিয়েছে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, বালুবাহী বাল্কহেডে থাকা চারজনকে আটক করেছে পুলিশ।

জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আবদুল নাসের জানান, এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে যার যার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *