মালদ্বীপে হঠাৎ বুকে তীব্র ব্যথায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু
 
			মালদ্বীপে হঠাৎ বুকে তীব্র ব্যথায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু
বিদেশবার্তা২৪ ডেস্ক:
মালদ্বীপে তীব্র ব্যথা অনুভব করার পর মারা গেছেন প্রবাসী বাংলাদেশি মো. মোমেন মিয়া (৩৫)। রবিবার নিজ রুমে থাকা অবস্থায় হঠাৎ মোমেন মিয়া বুকে তীব্র ব্যথা অনুভব করেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, মোমেন মিয়া ২০১৫ সালে মালদ্বীপে পাড়ি জমান। দেশে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মোমেন মিয়ার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা থানার পান্থশালা ইসলামপুর গ্রামে। তার বাবার নাম মৃত শওকত আলী।
মোমেন মিয়ার খালাতো ভাই আল আমিন হোসেন শাহিন জানান, মোমেন মিয়ার পরিবারের লাশ দেশে ফিরিয়ে নেওয়ার সামর্থ্য নেই। এজন্য বাংলাদেশ হাইকমিশনার ও মালদ্বীপ প্রবাসীদের সহযোগিতা চেয়েছে পরিবার।
এদিকে মোমেন মিয়ার মৃত্যুদে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
Related News
 
	পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More
 
	ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More


