Main Menu

বার্মিংহাম ওয়েলফেয়ার নির্বাচনে পক্ষপাতিত্ব

বিদেশ বার্তা ডেস্ক:

বহুল আলোচিত বহু অপেক্ষিত বিষয়টি ছিল কিন্তু একদম নীরবে পক্ষপাতিত্বের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে এক পক্ষ কে , ২১ শে সেপ্টেম্বর বারমিংহামের – আলম রক রোডে অবস্তিত বাংলাদেশ ওয়েলফেয়ার এসোশিয়েসন অ্যান্ড কমিউনিটি সেন্টারে – নির্বাচন কমিশনার সর্ব জনাব আব্দুল খালিক্ক- আবু কাম্রুল হাসান -আব্দুর রাশিদ এই প্যানেল কে নির্বাচিত ঘোষণা করে ক্ষমতা হস্তান্তরিত করেন ,দীর্ঘ দিন পরে বাংলাদেশী দের গর্বের সংঘটনে এই ঘটনা

ঘটলো – এতে কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে , বেশীর ভাগ জনগন এই রকম এক পক্ষিয় সমর্থনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন , আজ বহু বছর থেকেই এই সংঘটন নিয়ে সমাজে চলত নানা জল্পনা কল্পনা , অন্তরালে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোশিয়েশন বারমিংহাম কে নিয়ে এক পক্ষ প্রায় জিম্মি করেই রেখেছিল , প্রায় দেউলিয়া হবার পথেই এগুচ্ছিল , দেনার দায়ে জর্জরিত যখন তখন পুরাতন কমিটি চেয়েছিল অন্ধকারেই কাউকে দিয়ে দিতে , সমাজের কিছু গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে শেষ পর্যন্ত সদস্য করা হয় তাও খুব সল্প সংখ্যক লোক সদস্য পদ গ্রহণ করেন – এর পরে চলে নানা পক্ষের নির্বাচনের প্রস্তুতি ।

 

কিন্তু এতে বাঁধা হয়ে দাড়ায় নিয়ম ও কানুন , এর মধ্যে ও এক প্যানেল সম্পূর্ণ ভাবেই নমিনেশন দাখিল করে বাকী পক্ষ গুলা আড় এগিয়ে আসেনি প্রতিধন্ধিতায় , জটিলতা অবসানে চেষ্টা চলে কিন্তু সময়সীমার দোহাই দিয়ে নির্বাচন কমিশনার গন এক পক্ষকেই নির্বাচিত ঘোষণা করেন , এতে নাখোশ অপর পক্ষ গুলা এখন এই নিয়ে নানা কথা বলছেন , আবার কেউ কেউ আইনি ভাবে মোকাবেলার কথা ও ভাবছেন বলে জানা যায় । বারমিংহামে এই নির্বাচন কে নিয়ে এখন নানা আলোচনা ও সমালোচনা বিদ্যমান , তবে এই ভাবে নির্বাচন হবে তা কমিউনিটির কাম্য নয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *