Main Menu

জিন্দাবাজারে বিশাল গর্ত, ভোগান্তিতে পথচারীরা

জিন্দাবাজারে বিশাল গর্ত, ভোগান্তিতে পথচারীরা
নিউজ ডেস্ক:
উন্নয়নযজ্ঞ চলছে নগরজুড়ে। সেই উন্নয়নের সুখের বদলে যেন বিড়ম্বনাই বেশি। এক রাস্তায় উন্নয়ন কাজ শেষ না হতেই অন্য রাস্তায় সংস্কারের সময় চলে আসে। এমনই ধারাবাহিকতায় নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজার পয়েন্টের পাশেই রাজা ম্যানশনের সামনেই এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছে মাস খানেক হয়ে গেল। সেই গর্ত দিনে দিনে প্রশস্ত আর গভীর হচ্ছে।

যার ফলে এই রাস্তায় প্রায়ই জ্যাম লেগে থাকে। গর্তের কারণে কার, মোটরসাইকেল, সিএনজি অটো রিকশা বা মাইক্রোবাস চলাচলে বেগ পোহাতে হয়।

একদিকে ফুটপাথের অর্ধেক দোকানীদের দখলে তাই প্রায়সময় পথচারীদের রাস্তা দিয়ে হেটে আসতে হয়। আর একটু বেখেয়ালে হাটলেই হোঁচট খেয়ে গর্তে পড়ে আহত হন পথচারীরা।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *