কুয়েতে প্রবাসী তিন আ. লীগ নেতাকে সংবর্ধনা

কুয়েতে প্রবাসী তিন আ. লীগ নেতাকে সংবর্ধনা
নিউজ ডেস্ক:
কুয়েত আওয়ামী লীগের তিন নেতাকে বাংলাদেশের উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে অন্তর্ভুক্ত করায় সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় কুয়েত সিটি টাওয়ার হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুয়েত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিকান্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় কুয়েত আওয়ামী লীগের উপদেষ্টা আকবর হোসেন হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলা কমিটিতে সহ-সভাপতি, আবুল কাশেম কুমিল্লা জেলার লাঈলকোট পৌর আওয়ামী লীগের কমিটিতে সাধারণ সম্পাদক ও আব্দুল আলী ওয়াহিদ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে যুগ্ম আহ্বায়ককে সংবর্ধনা দেয়া হয়।
আয়োজক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুতফুর রহমান মুকাই আলী। প্রধান বক্তা ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল।
আরও উপস্থিত ছিলেন কুয়েত আ.লীগের সহ-সভাপতি আব্দুল হাই মামুন, যুগ্ম সম্পাদক শাহ্ নেওয়াজ নজরুল, রোকনুজ্জামান পিদু, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের প্রচার সম্পাদক আলাল আহমদ, ফটো সাংবাদিক রুহুল আমিন প্রমুখ। বক্তব্য রাখেন কুয়েত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More