Main Menu

হিফজুল কুরআন প্রতিযোগিতা: জামিয়া মুহয়িসসুন্নাহ মানিককোনা ছাত্রের কৃতিত্ব

হিফজুল কুরআন প্রতিযোগিতা: জামিয়া মুহয়িসসুন্নাহ মানিককোনা ছাত্রের কৃতিত্ব
নিজস্ব প্রতিবেদক:
দৌড়াও আল্লাহর দিকে Facebook গ্রুপের ব্যবস্থাপনায় আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে জামিয়া মুহয়িসসুন্নাহ্ মানিককোনা হাওরতলার কৃতি ছাত্র মুহাম্মদ আমিনুল ইসলাম।

১৫ সেপ্টেম্বর স্থানীয় মীরগঞ্জ বাজার কুশিয়ারা পার্টি সেন্টারে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে প্রথম পুরস্কার হিসাবে নগদ ৫০০০ টাকা ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করে মেধাবী ছাত্র মুহাম্মদ আমিনুল ইসলাম।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী গোলাপগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের (শরীফগঞ্জ,বাদেপাশা ও ভাদেশ্বর) ২১ জন প্রতিযোগির মধ্যে আমিনুল ইসলাম ১ম স্থান অধিকার করায় সে তার উস্তাদ ও মা-বাবার কৃতজ্ঞতা প্রকাশ করে।সুন্দর ও স্বচ্ছ প্রতিযোগিতার আয়োজন করায় সংশ্লিষ্ট কতৃপক্ষেরও শোকরিয়া আদায় করে।

উল্লেখ্য যে,আজকের হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করে জামিয়া আমকোনা মাদ্রাসা (বাদেপাশা) এবং ৩য় স্থান অধিকার করে আল হারামাইন মাদ্রাসা ভাদেশ্বর।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *