তেলের ট্যাংকিতে লাফ দিয়ে আত্মহত্যা

তেলের ট্যাংকিতে লাফ দিয়ে আত্মহত্যা
নিউজ ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গ্যাসফিল্ডের তেলের ট্যাংকির ভেতর লাফ দিয়ে তফছির মিয়া নামে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। নিহত তফছির উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের জলিল মিয়ার ছেলে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের নিয়ন্ত্রণাধীন হবিগঞ্জ গ্যাসফিল্ডের দৈনিক শ্রমিক ছিলেন তিনি।
মঙ্গলবার দুপুরে মাধবপুর থানা পুলিশ ট্যাংকির ভেতর থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়েছে।
মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, রোববার থেকে তফছির মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার হবিগঞ্জ গ্যাস ফিল্ডের তেলের ট্যাংকিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, সিসিটিভির ফুটেজে দেখা গেছে রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তফছির গ্যাসফিল্ডে প্রবেশ করেন এবং সেখানে থাকা তেলের ট্যাংকির ঢাকনা উঠিয়ে লাফ দেন। এজন্য নিশ্চিতভাবেই বলা যায় এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য তার মরদেহটি হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More