Main Menu

নিউইয়র্কে যাচ্ছেন শেখ হাসিনা, অভ্যর্থনার প্রস্তুতি যুক্তরাষ্ট্র আ.লীগের

নিউজ ডেস্ক:
চলতি সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও যুক্তরাজ্যের লন্ডনে সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ওই সফরের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে নানা কর্মসূচির আয়োজন করেছে সেখানকার আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলো।

জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসের ১৮ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে। জাতিসংঘের চলতি সাধারণ অধিবেশনে বাংলাদেশের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর ভাষণ দেবেন। এটি হবে তার টানা চতুর্দশতম ভাষণ এবং প্রথম মেয়াদের ৫ বারসহ ১৯তম ভাষণ।

গণতন্ত্র চালু আছে, এমন দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে শেখ হাসিনাই সবচেয়ে বেশিবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে তাকে অভ্যর্থনার পাশাপাশি জাতিসংঘে ভাষণের সময় বাইরে শান্তি সমাবেশের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

নিউ ইয়র্কের স্থানীয় সময় ৯ সেপ্টেম্বর রাতে এ উপলক্ষে একটি প্রস্তুতি র‌্যালিরও আয়োজন করে সংগঠনটি।

জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত আওয়ামী লীগের ওই প্রস্তুতি র‌্যালিতে সভাপতি সিদ্দিকুর রহমান ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, মহিলা সম্পাদিকা শিরিন আকতার দিবা, নির্বাহী সদস্য খোরশেদ খন্দকার, মহিলা আওয়ামী লীগের নার্গিস আকতার, আওয়ামী আইনজীবী পরিষদের নেতা মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী, শ্রমিক লীগের জুয়েল আহমেদ এবং এম এ বিপ্লব, স্বেচ্ছাসেবক লীগের নেতা শাখাওয়াত বিশ্বাস ও যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মোহাম্মদ সেবুল মিয়া, ছাত্রলীগের নেতা জেড এ জয় এবং জাহাঙ্গির এইচ মিয়া।

সভায় একইসাথে বিএনপি-জামায়াতের ঘোষিত কর্মসূচির ব্যাপারেও আওয়ামী পরিবারের সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুরো কমিটি বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গণ-সংযোগ চালাচ্ছে। যুক্তরাষ্ট্র যুবলীগের কার্যক্রমে সমন্বয়সাধন করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল মিয়া।

ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে কাজ করছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন। যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সমন্বয়ে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান। শ্রমিক লীগের সাথে কাজ করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী।

শিরিন আকতার দিবা রয়েছেন মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের শেখ হাসিনার সকল কার্যক্রমের সাথে উজ্জীবিত রাখতে। এসব কাজের সমন্বয় সাধন করবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অপর নেতাদের সাথে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার নাগরিক সম্বর্ধনা হবে ২৪ সেপ্টেম্বর দুপুরে। কুইন্সে এস্টোরিয়া ম্যানরের সুপরিসর বলরুমে কয়েক হাজার প্রবাসীর সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা করছেন।

গত বছরের মতো এবারও প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ভাষণ দেবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই ভাষণের সমন্বয় করবেন বাংলাদেশ সংসদ সদস্য ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *