সিলেটে আরও গ্যাস প্রাপ্তির সম্ভাবনা
সিলেটে আরও গ্যাস প্রাপ্তির সম্ভাবনা
নিউজ ডেস্ক:
সিলেটে আরও গ্যাস প্রাপ্তির সম্ভাবনা দেখছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)। জেলার বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রের ১ নম্বর কূপে এই সম্ভাবনা দেখা দেয়ায় উদ্যোগ নেয়া হয়েছে পুনঃখননের। শনিবার দুপুরে কূপ পুনঃখনন কাজ শুরু হয়। এসজিএফএল’র মালিকানাধীন কূপটি পুনঃখননের কাজ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। খনন কাজ শেষ হলে কূপটি থেকে প্রতিদিন ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
সূত্র জানায়, সিলেট গ্যাস ফিল্ডস এর আওতায় বর্তমানে পাঁচটি গ্যাসক্ষেত্র রয়েছে। এগুলো হচ্ছে হরিপুর গ্যাসক্ষেত্র, রশিদপুর গ্যাসক্ষেত্র, ছাতক (টেংরাটিলা) গ্যাসক্ষেত্র, কৈলাসটিলা গ্যাসক্ষেত্র ও বিয়ানীবাজার গ্যাসক্ষেত্র। এর মধ্যে দুর্ঘটনাজনিত কারণে টেংরাটিলা গ্যাসক্ষেত্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাকি চারটি গ্যাসক্ষেত্রের ১২টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন ৯১ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে।
এসজিএফএল সূত্র জানায়, বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রে দুটি কূপ রয়েছে। ১৯৯৯ সালের ১৩ মে গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপ থেকে পরীক্ষামূলক উত্তোলন শুরু হয়। একই বছরের ৩১ জুলাই থেকে শুরু হয় বাণিজ্যিকভাবে উত্তোলন। এরপর টানা ১৪ বছর উত্তোলনের পর ২০১৪ সালে কূপটি থেকে গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যায়। দুই বছর বিরতি দিয়ে ২০১৬ সালের শুরু থেকে ফের শুরু হয় উৎপাদন। কিন্তু ওই বছরের শেষে দিকে আবারও বন্ধ হয়ে যায় উত্তোলন। এরপর থেকে কূপটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।
সাম্প্রতিক সময়ে বাপেক্সের মাধ্যমে গ্যাসক্ষেত্রটিতে অনুসন্ধান কাজ চালায় এসজিএফএল। অনুসন্ধানে দেখা যায়, পরিত্যক্ত এই কূপটিতে এখনো প্রচুর পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। এই সম্ভাবনা থেকে শনিবার কূপ পুনঃখননের কাজ শুরু হয়। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ও এসজিএফএল’র ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মিলে পুনঃখনন কাজের উদ্বোধন করেন। বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপ দীর্ঘদিন পরিত্যক্ত থাকলেও ২ নম্বর কূপ থেকে বর্তমানে প্রতিদিন ৭ থেকে সাড়ে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপে পুনঃখনন কাজ শুরু হয়েছে। কিছু দিনের মধ্যেই খনন কাজ শুরু হবে বলে আমরা আশাকরছি। এরপরই উৎপাদনে যাওয়া যাবে।’ তিনি আরও বলেন, ‘এই কূপ থেকে প্রতিদিন ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির সম্ভবনা রয়েছে। তবে খনন কাজ শেষ না হওয়ায় পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।’
১৯৫৫ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রথম গ্যাসের সন্ধান মিলে সিলেটের হরিপুরে। আর গ্যাসের প্রথম বাণিজ্যিক ব্যবহার শুরু হয় ছাতক ফিল্ডের গ্যাস দিয়ে। এরপর দেশে আবিস্কৃত হয় বেশ কয়েকটি গ্যাসক্ষেত্র। বর্তমানে দেশে আবিস্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৮টি। এসব গ্যাসক্ষেত্রে প্রমাণিত মজুদের পরিমাণ ২১ দশমিক ৪ টিসিএফ। এর বাইরে সম্ভাব্য মজুদ রয়েছে আরও ৬ টিসিএফ। বাংলাদেশে সর্বশেষ গ্যাসক্ষেত্রের সন্ধান মিলে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে।
গত বছরের ৯ আগস্ট জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবসে জকিগঞ্জে গ্যাসক্ষেত্র আবিস্কারের খবরটি নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ওই সময় জানানো হয় গ্যাসক্ষেত্রটিতে ৬ হাজার ৮শ’ কোটি ঘনফুট গ্যাস মজুদ রয়েছে।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More