মিশিগানে সুনামগঞ্জবাসীর বনভোজন

নিউজ ডেস্ক:
দিনব্যাপী নানা আয়োজনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের বনভোজন। রবিবার ওয়ারেন সিটির হলমিছ পার্কে আয়োজিত বনভোজনে পরিবার পরিজন নিয়ে অংশ নেন। পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় মিনি বাংলাদেশে।
বনভোজনে মিশিগানে বসবাসরত সুনামগঞ্জবাসীর পাশপাশি বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দুপুরে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করা হয়। এরপর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সুনামগঞ্জের কন্যা জনপ্রিয় কণ্ঠশিল্পী পৃথা দেব নাচে গানে মাতিয়ে রাখেন।
পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুতালিব। সঞ্চালনা করেন সেক্রেটারি মৃদুল কান্তি সরকার। বক্তব্যে রাখেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন, বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক আজাদ খান, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মহিউদ্দিন, উপদেষ্টা হাজী আব্দুল আহাদ, আব্দুর হাফিজ, সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান, আব্দুস সামাদ, সৈয়দ আব্দুল আলী, আব্দুল মালেক, কাজল মিয়া, অধ্যাপক নজরুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট দেলওয়ার আনসার, সাংবাদিক ফারজানা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শামছুল হুদা পাশা, জাইক উদ্দিন, জুবায়ের আহমেদ, আমিন উদ্দিন, আনসার খান, ইয়ান উদ্দিন, আনহার খান, নুরুল হাসান পারভেজ, সালেক মিয়া, শুয়েব খান, এনামুল হক, মারুফ খান, ইজাজুল হোসেন, কবিরুজ্জামান কবির, অপু মিয়া, সাব্বির আহমদ, এজে পাশা, মান্না কুমার দাশ, জাকির হোসেন, মো. মুতাক্কাবির, হারুন মিয়া, শুয়েব আহমদ, মাসুদ আহমেদ, মোহাম্মদ মোমেন, নুরুল আমিন, রবিউল ইসলাম, বদরুল আমিন প্রমুখ।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More