Main Menu

ঢাকা-রোম-ঢাকা রুটে খুব শিগগিরই ফ্লাইট চালু করবে বিমান

নিউজ ডেস্ক:
ঢাকা-রোম-ঢাকা রুটে খুব শিগগিরই ফ্লাইট চালু করবে বিমান
ইতালি প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-রোম-ঢাকা রুটে খুব শিগগিরই ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর উদ্ধৃতি দিয়ে এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।

জানা যায়, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। ইতালি প্রবাসী বাঙালিদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দু’দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট চালু করার বিষয়ে বিমান পরিবহন মন্ত্রীকে অনুরোধ জানান পানি সম্পদ উপমন্ত্রী।

এসময় প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘জাতীয় পতাকাবাহী সংস্থা যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা-রোম-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে।’

বৈঠকে পানি সম্পদ উপমন্ত্রী বিমান প্রতিমন্ত্রীর কাছে এ বিষয়ে একটি ডিও লেটার হস্তান্তর করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনামুল হক শামীম বলেন,‘আমার নির্বাচনী এলাকা নড়িয়া-সখিপুরসহ শরীয়তপুর জেলার লক্ষাধিক মানুষ ইতালিতে বসবাস করেন। বাংলাদেশের অর্থনীতিতে এ সকল রেমিট্যান্স যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। ইতালি প্রবাসী বাঙালি ভাই-বোনদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দুই দিন এ ফ্লাইট চালু করা প্রয়োজন।’

শামীম বলেন, দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ বিমানের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট চালু বিষয়ে আশ্বস্ত করেন বিমান প্রতিমন্ত্রী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন এসময় উপস্থিত ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *