Main Menu

‘রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক ইস্যু’

নিউজ ডেস্ক:
‘রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক ইস্যু’

রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের ইস্যু নয়, এটা আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। এ সমস্যা সমাধানে দ্রুত আন্তর্জাতিক মহলের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টায় ডিপ্লোমেটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিক্যাবের সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিনসহ সংগঠনটির সদস্যরা।

রাষ্ট্রদূত কিউন বলেন, ‘রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের ইস্যু নয়। এটা আঞ্চলিক ইস্যু। এটা অন্তর্জাতিক বিষয়। অন্তর্জাতিক মহল বলেছে, দ্রুত সমস্যা সমাধান করতে। এই সমস্যার সমাধানের সবচাইতে কার্যকর সমাধান হচ্ছে পুনর্বাসন। এই সমস্যার সমাধানে বাংলাদেশের প্রতি দক্ষিণ কোরিয়া ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা থাকবে।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যু একটি মানবিক সংকট এবং মানবাধিকার বিষয়। মানবিকভাবে আমরা রোহিঙ্গাদের সাহায্য করছি।’

অনুষ্ঠানে চীন- তাইওয়ান ইস্যু নিয়েও নিজ দেশের অবস্থান জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, বল প্রয়োগ নয়, সংলাপ চায় দক্ষিণ কোরিয়া। ‘বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দক্ষিণ চীন সাগর অঞ্চলে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এখানে বল প্রয়োগের কোন সুযোগ নেই। আমরা অন্য রাষ্ট্রগুলোর কাছে আহবান করবো সংলাপের মাধ্যমে বিষয়গুলো সমাধানের। বলপ্রয়োগ না করতে।’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *