দোয়ারাবাজার-ছাতক সড়কে লাখো মানুষের দূর্ভোগ

নিউজ ডেস্ক:
দোয়ারাবাজার-ছাতক সড়কে লাখো মানুষের দূর্ভোগ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ব্রিটিশ থেকে নরসিংপুর হয়ে ছাতকে যাওয়ার সড়কটি যেন মৃত্যুর ফাঁদ। সড়কের বেহাল দশার কারনে ৫ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ চরম দূর্ভোগ পোহাচ্ছেন। বছরের শুরুতেই ২১ কোটি টাকা ব্যায়ে সংস্কার কাজ শুরু হলেও কোন অগ্রগতি নেই কাজে। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবী বন্যা আর মালামাল চুরি হওয়ার কারনে কাজের গতি কিছুটা ধীর।
সড়কের এই খানাখন্দের চিত্রই বলে দেয় কতটা বিষফোঁড়া হয়ে দাড়িয়েছে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ব্রিটিশ থেকে ছাতক যাওয়ার একমাত্র সড়ক। প্রায় এক যুগদরে ৫ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের দূর্ভোগের কারন এটি। ব্রিটিশ পয়েন্ট থেকে ছাতক যাওয়ার পথে কয়েক কিলোমিটার সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে আছে। সড়কে বড় বড় গর্ত ও রড় বাহির হয়ে আছে বিপদজনক অবস্থায়।
স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতার কারনে একযুগ পড় সড়কটির সংস্কার কাজ শুরো হলে ও চলছে ধীরগতিতে। এদিকে সড়কের কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।তবে, কেবল আশ্বাস নয় সড়কটি দ্রুত সংস্কার চান স্থানীয়রা।
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম জানান, ব্রিটিশ পয়েন্ট থেকে ছাতক যাওয়ার ছয় কিলোমিটার রাস্তাটির অধিকাংশ জায়গার কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজটা বন্যার কারনে বন্ধ হয়ে যায়। বন্যার পানি শেষ হয়ে গেলেই অসম্পন্ন কাজ সম্পন্ন করা হবে।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More