দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন ফুডস্টাপ ট্রেডিং উদ্বোধন

বিদেশবার্তা২৪ ডেস্ক:
দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন ফুডস্টাপ ট্রেডিং উদ্বোধন
সংযুক্ত আরব আমিরাতের শ্রম ও বাণিজ্য খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বাংলাদেশী ব্যবসায়ীরা। মধ্যপ্রাচ্যের এই দেশটি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্ভাবনাময়ী হওয়ায় বিনিয়োগ বাড়াচ্ছে তারা। সেই সঙ্গে তৈরি হচ্ছে বাংলাদেশি পণ্যের চাহিদা। যে কারণে নিজেদের অবস্থান তৈরিতে নিত্য নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করছে ব্যবসায়ীরা।
গত শুক্রবার (২৬ আগস্ট) দুবাই রাশেদিয়ায় বাংলাদেশি মালিকানীন মহিনউদ্দিন ফুডস্টাপ ট্রেডিং এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এম কামাল। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন, পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, আনোয়ার হোসেন বাবর, মোক্তার হোসেন, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ জমির, মোহাম্মদ জালাল, এম রহমত উল্লাহ, মোহাম্মদ সাহেদ প্রমুখ।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন তার প্রতিষ্ঠান থেকে দেশীয় শাকসবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে স্থানীয় প্রবাসীদের আহ্বান জানান। আলোচনা শেষে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More