গ্রিসে স্বদেশির হাতে খুন বাঙালি নারী

বিদেশবার্তা২৪ ডেস্ক:
গ্রিসে স্বদেশির হাতে খুন বাঙালি নারী
গ্রিসের এথেন্সে বাঙালির ছুরিতে বাঙালি নারী খুন হয়েছেন। কিপসেলি এলাকায় রোববার স্থানীয় সময় বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গ্রেপ্তার করা হামলাকারীকে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর সঙ্গে একই প্রতিষ্ঠানে কাজ করতেন ওই নারী। নিহতের স্বামীর বন্ধু ছিলেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, ঘটনাটি ওই নারীর বাসার সামনের রাস্তায় ঘটে। কয়েক দফায় ছুরিকাঘাতে নারীর পেট, হাত এবং গাল গুরুতর জঘম হয়। স্থানীয়দের সহায়তায় কাছের একটি হাসপাতালে নেয়ার কিছু পর মারা যান তিনি।
পরে ঘটনাস্থলে পুলিশ আসে। নিহতের স্বামীর সহায়তায় হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন ৪০ বছরের ওই ব্যক্তি। জানিয়েছেন, এ ঘটনায় মোটেও অনুতপ্ত নন তিনি।
হামলাকারীর দাবি, ৩৬ বছর বয়সী ওই নারী ও তার স্বামীর সঙ্গে পূর্ববিরোধ ছিল। নারীর স্বামী দীর্ঘদিন বেকার ছিলেন। সে সময় তার কাছ থেকে ২০ হাজার ইউরো ধার নিয়েছিল ওই দম্পতি।
তিনি আরও দাবি করেন, নিহতের সঙ্গে তার সম্পর্ক ছিল। স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের প্রতিশ্রুতিও দিয়েছিলেন ওই নারী। তবে শেষ পর্যন্ত তিনি প্রতিশ্রুতি রাখেননি।
‘আমাকে যখন তাদের জীবন থেকে সরে যেতে বলেছিল, তখন আমার পাওয়া টাকা ফেরত চাই। সে তা অস্বীকার করে। এতে আমি ভীষণ রেগে যাই এবং তাকে খুন করি।’
হত্যায় ব্যবহৃত ছুরিটি অপরাধস্থলের কাছে একটি আবর্জনার স্তুপ থেকে উদ্ধার করেছে পুলিশ। হামলাকারী জানিয়েছেন, ছুরিটি সেন্ট্রাল এথেন্সের একটি দোকান থেকে কেনেন তিনি।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More