Main Menu

কলম্বিয়ায় ২ সাংবাদিককে গুলি করে হত্যা

বিদেশবার্তা২৪ ডেস্ক:

কলম্বিয়ার উত্তরাঞ্চলের একটি হাইওয়েতে দু’জন সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একটি মোটরসাইকেল থেকে ওই দুই সাংবাদিকদের গাড়ি উদ্দেশ্য গুলি করা হয়।

স্থানীয় সময় রোববার (২৮ আগস্ট) এই ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, একটি অনলাইন রেডিও স্টেশনের ডিরেক্টর লেইনার মন্টেরো এবং একটি অনলাইন নিউজ ওয়েবসাইটের পরিচালক ডিলিয়া কনট্রেরাসকে মাগডালেনাকে বিভাগের ফান্ডাসিওনের পৌরসভার কাছে হত্যা করা হয়। তখন তারা একটি অনুষ্ঠান থেকে ফিরছিল।

মাগডালেনার পুলিশ কমান্ডার আন্দ্রেস সেরনা বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, মন্টেরো এবং আরও কয়েকজনের মধ্যে মারামারি হয়েছিল। এই ঘটনার পর তারা ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসে। পরে তাদেরকে গুলি করে হত্যা করা হয়।

যদিও কর্তৃপক্ষ বলেছে যে হত্যাকাণ্ড সাংবাদিকদের পেশার সাথে সম্পর্কিত কিনা তা এখনও স্পষ্ট নয়। হত্যাকাণ্ডের ঘটনা দ্রুত তদন্তের দাবি জানিয়েছে দ্য ফাউন্ডেশন ফর প্রেস ফ্রিডম নামের একটি অলাভজনক বেসরকারি সংস্থা। সূত্র: এনডিটিভি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *